kormokhali.com
Job Information Blog site in Bangladesh

Govt Eight Bank Exam MCQ Question Solve Senior Officer 2018

32

Govt Eight Bank Exam MCQ Question Solve Senior Officer 2018 as been published on our website www.kormokhali.com. Bangladesh Bank Selection Committee Take together Govt 8 Bank Senior Officer MCQ Exam 2018. Senior Officer Exam was held on 12 January 2018 at 3.30 P.M. to 40.30 P.M As a Result, a huge number of Candidates Participated on this exam. A few months ago we published the job circular on our website. Now will be Given 8 Bank Senior Officer Preliminary Question Solution 2018 on our website.

Govt Eight Bank Exam MCQ Question Solve Senior Officer 2018

govt Senior Officer preliminary job circular has been created a huge chance for unemployed people. Compulsory subject and subsidiary subject preliminary exam will be held on 11th January 2018 at 3:30 P.m to 04:30 P.m. Candidate will face the exam total marks 100, operational subject MCQ marks 100.

Exam Summary :
Exam Date : 12 January, 2017
Exam Time : 3:30 P.m to 04:30 P.m.
Exam marks : 100
Question & Answer with more information see below :

Combined 8 Bank Senior Officer Exam Question Solution 2018 (Bangla):

০১. ‌‌‌‌‌’মকমক’ হলো-
ক. মখমল খ. ঝকমক করা গ. চকচক করা ঘ. ব্যাঙের ডাক
উত্তর: ব্যাঙের ডাক।

০২. ‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. পিক খ. পাখি গ. অর্ণব ঘ. অহি
উত্তর: পিক।
ব্যাখ্যা:
ক. কোকিল-কলকণ্ঠ, পিক, পরভৃত, কাকপুষ্ট, পরপুষ্ট, অন্যপুষ্ট, বসন্তদূত।
খ. পাখি-খেচর, বিহঙ্গ, বিহগ, পক্ষী, খগ।
গ. অর্ণব-সমুদ্র, বারিধি, পারাবার, জলনিধি, জলধি, সিন্ধু, সাগর, পাথার, দরিয়া, রত্নাকর।
ঘ. অহি-সাপ, নাগ, উরগ, ভুজগ, সর্প, ফনী, আশীবিষ, ভুজঙ্গ।

০৩. ‘তাতা’ শভ্দটির বিপরীত শব্দ কোনটি?
ক. ত্বরা খ. ঠাণ্ডা গ. তন্দ্রা ঘ. গরম
উত্তর: ঠাণ্ডা
ব্যাখ্যা:
‘তাতা’ শব্দের অাভিধানিক অর্থ – তপ্ত বা উত্তপ্ত করা। সেই অর্থে এর বিপরীতার্থক হওয়া উচিত ঠাণ্ডা করা। তবে অপশন বিচারে উত্তর দেয়া হলো- ঠাণ্ডা।

০৪. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কোনটি?
ক. ভানুসিংহ খ. ধূমকেতু গ. বীরবল ঘ. বনফুল
উত্তর: বীরবল
ব্যাখ্যা:
ক. ভানুসিংহ-রবীন্দ্রনাথ ঠাকুর।
খ. ধূমকেতু- কাজী নজরুল ইসলাম।
গ. বীরবল- প্রমথ চৌধুরী।
ঘ. বনফুল- বলাইচাঁদ মুখোপাধ্যায়।

০৫. কোন বাক্যটি শুদ্ধ?
ক. তিনি অপমানিতবোধ করেছেন খ. তুমি চিরজীবী হও গ. চন্দ্র উদয় হয়েছে। ঘ. তুমি চিরঞ্জীব হও।
উত্তর: তুমি চিরজীবী হও।

০৬. ‌’পরিভাষা’ শব্দের অর্থ কী?
ক. ব্যঞ্জনাত্মক খ. সংক্ষেপণার্থ গ. রক্ষণাত্মক ঘ. সম্মানার্থক
উত্তর: ব্যঞ্জনাত্মক।

০৭. নিচের কোনটি মৌলিক শব্দ?
ক. নিবাস খ. বিদেশী গ. খেলনা ঘ. মুখ
উত্তর: মুখ।
ব্যাখ্যা:
ক. নিবাস-নি+বস+অ (বাস অংশটুকু প্রত্যয় সাধিত এবং সামগ্রিকভাবে নিবাস শব্দটি- উপসর্গ সাধিত)
খ. বিদেশী-বি + দেশী
গ. খেলনা- খেল + অন + অক> খেলনক>খেলনঅ>খেলনা।
ঘ. মুখ- মৌলিক শব্দ।

০৮. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোনটি?
ক. কুহেলিকা খ. চিত্রা গ. তোহফা ঘ. মাল্যবান
উত্তর: কুহেলিকা।
ব্যাখ্যা:
ক. কুহেলিকা – কুহেলিকা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস। ১৩৩৪ বঙ্গাব্দের আষাঢ় মাসে কলকাতা থেকে প্রকাশিত মাসিক নওরোজ পত্রিকায় “কুহেলিকা” উপন্যাসের প্রথম অংশ প্রকাশিত হয়। তার কিছুদিন পর নওরোজ বন্ধ হয়ে গেলে সওগাত পত্রিকায় তা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ১৯৩১ খ্রিষ্টাব্দে এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার অন্যান্য উপন্যাস- মৃত্যুক্ষুধা, বাঁধনহারা।
খ. চিত্রা- রবীন্দ্রনাথ রচিত কাব্যগ্রন্থ। এটি ১৮৯৬ সালে প্রকাশিত হয়।
গ. তোহফা- এটি ১৬৬৪ সালে রচিত মহাকবি আলাওল রচিত নীতিকাব্য।
ঘ. মাল্যবান- ‘মাল্যবান’ জীবনানন্দ দাশের লেখা প্রথম উপন্যাস যা গ্রন্থিত হয় ১৯৭০ সালে। মাল্যবান হল জীবনানন্দের অসহনীয় জীবনকথা, সংসারসমুদ্রের দিকহারা নাবিকের কথা অথবা মুক্তি না পাওয়া জীবনসায়াহ্নের এক নির্দোষ কয়েদির কথা। উপন্যাসের কাহিনী মাল্যবান ও তার স্ত্রী উৎপলার অসম ও বিসদৃশ দাম্পত্য জীবন নিয়ে। বইটি প্রকাশিত হয়েছিল কবির মৃত্যুর পর।

০৯. সত্য যে বড় কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম— সে কখনো করে না বঞ্চনা। কবিতাংশটি কার?
ক. শামসুর রাহমান খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম ঘ. জীবনানন্দ দাশ
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
ব্যখ্যা:
সত্য যে বড় কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম— সে কখনো করে না বঞ্চনা। – রবীন্দ্রনাথ ঠাকুরের শেষলেখা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি ‘রূপ-নারায়ণের কূলে’ কবিতার পঙক্তি। কবিতাটি –
“রূপ-নারানের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়।
রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ,
চিনিলাম আপনারে আঘাতে আঘাতেবেদনায় বেদনায়;
সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম,সে কখনো করে না বঞ্চনা।
আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে,
মৃত্যুতে সকল দেনা শোধ ক’রে দিতে। ” – শান্তিনিকেতন, ১৩ মে ১৯৪১, রাত্রি ৩।১৫ মিনিট।

১০. পৌ + অক = ?
ক. পবক খ. পৌবক গ. পাবক ঘ. পাবন
উত্তর: পাবক
ব্যাখ্যা: ঔ এর সাথে ঔ ভিন্ন অন্য কোন স্বর যুক্ত হলে ঔ > আব্ হয়। যেমন- পৌ + অক = পাবক, নৌ + ইক = নাবিক।

১১. ‌’বলার ইচ্ছা’-কে এক কথায় কী বলে?
ক. বিলেচ্ছা খ. বলেচ্ছা গ. বলব ঘ. বিবক্ষা
উত্তর: বিবক্ষা।

১২. ‘মা-বাবর সেবা কর। – এটি কী ধরনের বাক্য?
ক. নির্দেশক খ. অনুজ্ঞাসূচক গ. ইচ্ছাসূচক ঘ. অস্তিবাচক
উত্তর: অনুজ্ঞাসূচক।

১৩. ‘ইতিকথা’ শব্দের অর্থ কী?
ক. অর্থশূন্য কথা খ. ইতিহাস গ. কাহিনী ঘ. শেষকথা
উত্তর- ইতিহাস/কাহিনী।
ব্যাখ্যা- বাংলা একাডেমি প্রকাশিত ‌’ব্যবহারিক বাংলা অভিধান’ অনুসারে ‘ইতিকথা’ শব্দের অর্থ- উপকথা, কাহিনী,ইতিহাস।

১৪. ‌’বহুকেন্দ্রিক’ এক ইংরেজি কী?
ক. Ethnocentric খ. Geocentric গ. Regiocentric ঘ. Polycentric
উত্তর: Polycentric।
ব্যাখ্যা:
ক. Ethnocentric – গোষ্ঠীকেন্দ্রিক।
খ. Geocentric – ভূকেন্দ্রিক।
গ. Regiocentric – অঞ্চলকেন্দ্রিক।
ঘ. Polycentric – বহুকেন্দ্রিক।

১৫. Jingling of Anklet- এর বাংলা কী?
ক. জুতার গটগট খ. পালের পতপত গ. নূপুরের ঝুনুঝুনু ঘ. ঢাকের গুড়গুড়
উত্তর: নূপুরের ঝুনুঝুনু।

১৬. দুটো বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে তাদের মাঝে কী চিহ্ন বসে?
ক. কোলন খ. সেমিকোলন গ. কমা ঘ. ড্যাশ
উত্তর: সেমিকোলন।
ব্যাখ্যা:
বাক্যের কমার চেয়ে একটু বেশি বিরতির প্রয়োজন হলে দুটি বাক্যের মাঝে সেমিকোলন বসে। সেমিকোলনের ব্যবহার ক্ষেত্র:
ক. একাধিক বাক্য সংযোজক অব্যয়ের সাহায্যে যুক্ত না হলে সেমিকোলন বসে।
খ. যে জন্য, তবু, তথাপি, তারপর, সুতরাং ইত্যাদি যেসব অব্যয় অনুমান প্রকাশ করে তাদের আগে বা দুটি সন্নিহিত হলে সেমিকোলন বসে।
গ. যেসব বাক্যে ভাব সাদৃশ্য আছে তাদের মধ্যে সেমিকোলন বসে।
ঘ. ছোট ছোট বিতর্কিত অংশ নির্দেশ করার জন্য সেমিকোলন বসে।
ঙ. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন বসে।

Combined 8 Bank SO Exam Question Solution 2018 (Math Set A):

33.
a*root2 = 10
a = 10/1.41 = 7.07

34.
100/125 = 4:5

35.
100% = 2000
120% = 2000*120/100
= 2400

100% = 2400
110% = 2400*110/100
= 2640

Total = 7040

36.
81root3

37.
(x-y)^2 = x^2+y^2 – 2xy
= 14-2*3 = 8

38.

65-5 = 60
25-5 = 20
3:1
so, 65,25

39.

P = 46
N = 54

U = 60
N U = 40
P U = 60 of 70% = 42
W U = 18
W N U = 54-18 = 36

so, 36%

40.
2^2 = 4 গুন

41.

43-36 = 9
ans = 34

42.
14/18 = 7/9
15/20 = 3/4

36*7/9 = 28
36*3/4 = 27

so, 14/18

43.
4 Ti

44.
10000 of 12% = 120
120 of 12% = 14.44

Total = 1000+120+120+14.44 = 1254.40

45.
3 yrs = 3/8
1 yr = 1/8 = 12.5%

46.
10% of 3000 + 8% of 2000
= 460
460*100/5000
= 9.2%

47.
4 lac of 25% = 1 lac
1yr later = 5 lac
5 lac of 25% = 1.25 lac
2yr later = 6.25 lac

48.
2496/30*16
= 5.2

49.
9000 of 30% = 2700
2700/12 = 225

50.
8000/1000*3.5*1.5

= 8/3.5*1.5 = 1.52

51.
120% = 180
100% = 180*100/120
= 15*10 = 150

52.
(27*21-21*15)*2.75
= 693

53.
x – 1/x = 5

(x+1/x)^2 – 4x*1/x= 25
=> (x+1/x)^2 = 29

54.
0.2*0.2/0.1*0.1*0.1

= 4/0.1 = 40

55.

0.35 = 35/100 = 7/20

56.

5200*60/8000
= 52*6/8
= 13*3 = 39.

8 Bank SO Exam Question Solution 2018 (GK and Computer):

১. অলিম্পিকে মহিলা প্রতিযোগীদের অংশগ্রহণ -1900
২. ভেনিস অফ বেঙ্গল- বরিশাল
৩. প্রাচ্যের অক্সফোর্ড – ১৯২১ সালে
৪. শব্দের সহনীয় মাত্রা – ৪৫ ডেসিবল
৫. সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষনা করে- ইউনেস্কো
৬. বাংলাদেশ আন্তার্জাতিক অলিম্পিয়াডে পূর্ণ সদস্যপদ পায়- ২০০৪ সালে
৭. পঞ্চম বারের মতো ব্যালন ডি’আর – রোনালদো
৮. সবচেয়ে বেশি দেশের সাথে সীমান্ত- চীন
৯. world wide web এ প্রবেশ করতে লাগে – ব্রাউজার
১০. বঙ্গবন্ধু, জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন – ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪
১১. পার্সোনাল কম্পিউটার লোডিং করার কাজকে বলে- Booting
১২. PDA- Personal Digital Assistant
১৩. কমার্শিয়াল সফটওয়্যার এর অন্য নাম- প্যাকেজ সফটওয়্যার?
১৪. কারাগারের রোজনামচা – ১৭ মার্চ, ২০১৭
১৫. আইবিএম তৈরি করেছে- OS-2
১৬. ইসলামিক ফাউন্ডেশন- ২২ মার্চ ১৯৭৫
১৭. মিয়ানমারের সাথে সমুদ্র বিজয়- ১৪ মার্চ ২০১২
১৮. IQ- Intelligence Quotient
১৯. তাজমহল তৈরিতে সময় লেগেছে- ২২ বছর (১৬৩২-১৬৫৩)
২০. মুক্তিযুদ্ধে সেক্টর – ১১ টি

Govt Eight Bank SO MCQ Job Exam Question Solve 2018. this Question you Solved Form Our website www.kormokhali.com.

Comments
Loading...