We Share all time kormokhali inforation, learning, kormo, and education result and notice
Assistant Director Rural Development Academy (RDA)
Assistant Director Rural Development Academy (RDA)
The Rural Development Academy (RDA) (Bengali: পল্লী উন্নয়ন একাডেমী) is a specialized rural development institution in Sherpur Upazila of Bogra District, Bangladesh for training, research and action research. It was established on 19 June 1974
আমরা বাংলাদেশের সকল ধরনের কর্মের সন্ধান, কর্ম পাবার জন্য সঠিক গাইড, প্রশ্ন উত্তর এবং আবেদন করার নিয়মাবলী ভিডীও টিউটোরিয়াল আকারে দিয়ে থাকি। আপনি যদি কর্মউপযোগী হন, তাহলে আমাদের ওয়েব সাইট kormokhali.com Bookmark করে রাখতে পারেন। আপনার যে কোন মতামত আমাদের কমেন্ট বক্সে বলতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে ম্যসেজ করতে পারেন, এবং ভালো লাগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথেই থাকবেন। উল্লেখ্য যে আমরা কর্ম দেই না। আমরা কর্মের সন্ধান দেই মাত্র।
ধন্যবাদ।
Job Description :
Age Limit:
Published Date: 5 Jan 2021
Start Apply date:
Last Apply Deadline: 31 Jan 2021
Job Type: Govt
Source: Online www.rda.gov.bd
Application Process
Apply Fee: 200/
Payment:
Gender:
Salary: বেতনস্কেল (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী): টাকা ২২০০০-৫৩০৬০/-(গ্রেড- ৯)
Website: www.rda.gov.bd
Vacancy: 8
Job Status: Full-Time
Working Process:
- পত্র নং-৪৭.৬৪.১০৮৮.০১৪.১১.০৭৭.২০/১৯২৮
- তারিখ: ১৫ পৌষ, ১৪২৭ ; ৩০ ডিসেম্বর, ২০২০
- পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া`র নিম্নে বর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে
প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার 29 ডিসেম্বর ২০১৪ তারিখে স্মারক নং-০৫.১১০.০০০০.০০.০০.০৮৯.১৪-০১ পরিপত্রে উল্লিখিত চাকরির আবেদনের মডেল ফরম অনুযায়ী মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া বরাবরে আবেদন করতে হবে যা আরডিএ`র ওয়েবসাইট www.rda.gov.bd এ পাওয়া যাবে। আবেদন আগামী ৩১/০১/২০২১ খ্রি: তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে তাঁর কার্যালয়ে পৌঁছাতে হবে।
শর্তাবলীঃ
(ক) আবেদনকারীকে মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া`র অনুকূলে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকার পোষ্টাল অর্ডার (অফেরৎযোগ্য) সংযুক্ত করতে হবে।
(খ) খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। স্বাক্ষর বিহীন, অস্পষ্ট, অসম্পূর্ণ ও নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
(গ) আবেদপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি (পার্শ্ব ছবি গ্রহণযোগ্য হবে না) সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে কোন সনদপত্র সংযোজনের প্রয়োজন নেই। তবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদ পত্রের এক সেট সত্যায়িত ফটোকপিসহ মূল কপি সঙ্গে আনতে হবে।
(ঘ) আবেদনকারীর বয়স ২৫ মার্চ, ২০২০ তারিখে ন্যূনতম ১৮ (আঠার) বছর এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।
(ঙ) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনী হলে প্রার্থীকে তার পিতা/মাতা/দাদা-দাদি/নানা-নানীর মুক্তিযোদ্ধা প্রমাণের জন্য মুক্তিযোদ্ধা সনদপত্রের অনুলিপি, গেজেটের সংশ্লিষ্টাংশের ফটোকপি ও মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/উপযুক্ত সনদসহ পিতা/মাতার জাতীয় পরিচয় পত্রের কপি প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
(চ) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিজ নিজ প্রতিষ্ঠানের অনাপত্তি সনদের মূল কপি অবশ্যই দাখিল করতে হবে।
(ছ) লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(জ) কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন বাতিল করার ক্ষমতা রাখেন।
(ঝ) এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/প্রত্যাহারের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
(ঞ) নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।